Ridge Bangla

বিশ্ব জলাতঙ্ক দিবসে ঢাকায় বিনামূল্যে ভ্যাক্সিন ক্যাম্পেইন

আজ ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। এ উপলক্ষে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকায় প্রাণীদের জন্য বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন ক্যাম্পেইনের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য— “Act Now: You, Me, Community” বা বাংলায় “জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে।”

রোববার সকাল ৮টা থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানার সামনে ক্যাম্পেইন শুরু হয় এবং দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম চলে। মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় দুপুর ১২টা ৩০ মিনিটে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী, সিনিয়র সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, দেশসেরা প্রাণিচিকিৎসক এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠন জানায়, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ যা প্রধানত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে বেওয়ারিশ কুকুর-বিড়াল এ রোগ ছড়ানোর বড় উৎস। আক্রান্ত হলে দ্রুত ক্ষতস্থানে কমপক্ষে ১৫ মিনিট সাবান পানি বা সোডা পানি দিয়ে ধৌত করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদানই জলাতঙ্ক প্রতিরোধের কার্যকর উপায়। তারা বলেন, প্রতিটি প্রাণীর জীবন মূল্যবান এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণী সংরক্ষণ জরুরি।

“দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল”—এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভ্যাক্সিন ক্যাম্পেইন সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিক উদ্যোগ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে জলাতঙ্ক নির্মূল ও প্রাণী কল্যাণে জনসচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন