Ridge Bangla

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ পাঁচ শহরে আবারও ঢাকা

বিশ্বে দূষিত বায়ুর তালিকায় আবারও শীর্ষস্থানীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঢাকা। সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ১৫৮, যা বিশেষজ্ঞদের মতে ‘অস্বাস্থ্যকর’ মাত্রার মধ্যে পড়ে।

বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ১ম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২০৫। পাকিস্তানের আরেক শহর করাচি অবস্থান করছে তৃতীয় স্থানে, সেখানে সূচক দাঁড়িয়েছে ১৫৬। চতুর্থ স্থানে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৫৩ এবং পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কামপালা শহর ১৪৭ স্কোর নিয়ে।

প্রতিদিনের বাতাসের মান বিশ্লেষণ করে তৈরি করা একিউআই স্কোর মানুষকে জানায়, কোন শহরের বাতাস কতটা দূষিত বা নির্মল এবং তা তাদের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ।

সূচক অনুযায়ী, একিউআই স্কোর—
১০১–১৫০ স্কোর হলে বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়।
১৫১–২০০ স্কোর হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
২০১–৩০০ স্কোরের মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়।
আর ৩০১-এর বেশি হলে একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন