রাজধানী ঢাকার বাতাস আজও শ্বাস নেওয়ার অনুপযোগী পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার (IQAir) প্রকাশিত সূচকে দেখা যায়, ঢাকার বায়ুর মান স্কোর দাঁড়িয়েছে ১৭২। এ স্কোরের ভিত্তিতে বিশ্বজুড়ে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।
আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় দেখা যায়, বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৫৪। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২১৭) এবং তৃতীয় স্থানে ভারতেরই কলকাতা (স্কোর ১৯১)। ঢাকার পর অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৬৮।
শীর্ষ দশ দূষিত শহরের তালিকায় থাকা বাকি শহরগুলোর বায়ুর মানের সূচক ১৬৫ থেকে ১৩০-এর মধ্যে রয়েছে, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘মধ্যম মাত্রার অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুতে একিউআই এর মান—
- ০–৫০ স্কোর : ভালো
- ৫১–১০০ স্কোর : মাঝারি বা সহনীয়
- ১০১–১৫০ স্কোর : সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর
- ১৫১–২০০ স্কোর : অস্বাস্থ্যকর
- ২০১–৩০০ স্কোর : অত্যন্ত অস্বাস্থ্যকর
- ৩০১ এর বেশি : বিপর্যয়কর বা দুর্যোগপূর্ণ