Ridge Bangla

বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান সপ্তম

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। তালিকার সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যা গতকালের অবস্থান থেকে ২০ ধাপ অবনমিত হয়েছে। ঢাকার একিউআই স্কোর দাঁড়িয়েছে ১১২, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য “অস্বাস্থ্যকর” পর্যায়ে ধরা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সূচকে এ তথ্য উঠে আসে।

তথ্য অনুযায়ী, পাকিস্তানের লাহোর ১৮৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে উগান্ডার রাজধানী কামপালা, যার স্কোর ১৫৩। একই স্কোরে পরের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৫০। আর পঞ্চম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৩৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—

  • ০–৫০ : ভালো
  • ৫১–১০০ : মাঝারি
  • ১০১–১৫০ : সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০ : অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০ : খুব অস্বাস্থ্যকর
  • ৩০১–৪০০ : বিপর্যয়কর/ঝুঁকিপূর্ণ (গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে)
  • একিউআই স্কোর যত বেশি, স্বাস্থ্যঝুঁকিও তত বেশি। বিশেষ করে শিশু, প্রবীণ এবং শারীরিকভাবে অসুস্থদের ক্ষেত্রে বায়ুদূষণ ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন