Ridge Bangla

বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, একক দেশ হিসেবে বাংলাদেশ এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। তবে ২০২৪ সালে দেশের বাজার অংশীদারিত্ব ০.৪৮ শতাংশীয় পয়েন্ট কমেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বজুড়ে মোট ৫৫৭.৫০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি হয়েছে, যা আগের বছরের ৫২০ বিলিয়নের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি। এই খাতে বরাবরের মতো শীর্ষে রয়েছে চীন, যদিও তাদের অংশীদারিত্ব ২ শতাংশীয় পয়েন্ট কমেছে। তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম ধীরে ধীরে নিজের অবস্থান সুদৃঢ় করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্য ২ শতাংশ কমলেও ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১.৫ ট্রিলিয়ন ডলারে, যা ৪ শতাংশ প্রবৃদ্ধি। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির আকার গত দুই বছর প্রায় একই রয়েছে—২০২৩ সালে রপ্তানি ছিল প্রায় ৩৮ বিলিয়ন ডলার, আর ২০২৪ সালে তা সামান্য বেড়ে হয়েছে ৩৮.৪৮ বিলিয়ন ডলার; প্রবৃদ্ধি মাত্র ০.২১ শতাংশ।

বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক প্রতিযোগিতা, জ্বালানি সংকট ও অস্থির রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও এই অবস্থান ধরে রাখা বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতার বড় দৃষ্টান্ত।

আরো পড়ুন