পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অর্জন করেছে এক অনন্য সাফল্য। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টার (মেট্রিকস) সম্প্রতি যে বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকা প্রকাশ করেছে, সেখানে স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের তিন শিক্ষার্থী। তারা হলেন—তৃতীয় ব্যাচের আবু সাঈদ শুভ, সত্যজিৎ কুণ্ডু এবং হাফিজ রায়হান।
শনিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকা তৈরি করা হয়েছে গবেষণা প্রকাশনার মান, এইচ-ইনডেক্স, সাইটেশনের সংখ্যা এবং গবেষণার প্রভাবসহ একাধিক সূচকের ভিত্তিতে। এলসেভিয়ার জার্নালে প্রকাশিত এ তালিকায় গবেষকদের মোট ২২টি প্রধান বৈজ্ঞানিক ক্ষেত্র ও ১৭৪টি উপ-ক্ষেত্রে ভাগ করে মূল্যায়ন করা হয়েছে। গবেষকদের আজীবন অবদান এবং গত এক বছরের গবেষণা কার্যক্রম—এই দুটি ধাপেই মূল্যায়নের মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই স্বীকৃতি নিয়ে আবু সাঈদ শুভ বলেন, “বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় নাম ওঠা জীবনের এক অসাধারণ অর্জন। এটি দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, গবেষণার চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষকদের দিকনির্দেশনার ফল। এই অর্জন আমাকে আরও দায়িত্বশীলভাবে গবেষণায় অনুপ্রাণিত করবে।”
প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে স্বনামধন্য প্রকাশনা সংস্থা এলসেভিয়ার প্রতিবছর প্রায় ২ হাজারেরও বেশি জার্নাল প্রকাশ করে। এসব জার্নালে বছরে আড়াই লাখের বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়। বর্তমানে তাদের আর্কাইভে সংরক্ষিত নিবন্ধের সংখ্যা ৭০ লাখেরও বেশি। পবিপ্রবির শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গৌরব বাড়ানোর পাশাপাশি দেশের তরুণ গবেষকদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষক ও গবেষকরা।