বিশ্বের প্রথম মানুষ হিসেবে ৫০০ বিলিয়ন ডলার নিট সম্পদের মাইলফলক স্পর্শ করেছেন বিখ্যাত টেসলার সিইও ইলন মাস্ক। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্য মতে গত বুধবার (১ অক্টোবর) তার মোট সম্পদের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার অতিক্রম করে।
মাস্কের সম্পদ বৃদ্ধির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তার সম্পদ মূলত টেসলার শেয়ার বৃদ্ধির ফলে বৃদ্ধি পেয়েছে, কারণ তিনি এই কোম্পানির ১২% এরও বেশি অংশের মালিক। তার অন্য দুটি কোম্পানি, স্পেসএক্স এবং এক্সএআই-এর মূল্যায়নও বৃদ্ধি পেয়েছে। বুধবার নিউ ইয়র্কের লেনদেনে টেসলার শেয়ার ৩% বেড়েছে এবং এই বছর ২০% এরও বেশি বেড়েছে।
বর্তমানে মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফোর্বসের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের চেয়ে অনেক এগিয়ে। এলিসনের মোট সম্পদ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার সমমূল্যের। টেসলার চেয়ারম্যান রবিন ডেনহোমের মতে, মাস্ক সম্পূর্ণরূপে কোম্পানির উপর মনোযোগী, লক্ষ লক্ষ গাড়ি এবং এআই রোবট বিক্রি করার এবং টেসলার বাজার মূল্য আটগুণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন। লক্ষ্য অর্জন করলে কোম্পানি তাকে ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি দিতে প্রস্তুত।