Ridge Bangla

বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম স্থানে ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও শীর্ষ দশে উঠে এসেছে। রোববার (১৮ মে) সকাল ৯টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, ঢাকার স্কোর ছিল ১১৬, যা “অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য।

একই তালিকায় প্রথম স্থানে রয়েছে বাহরাইনের মানামা শহর (AQI স্কোর ২৪৩), দ্বিতীয় কাতারের দোহা (২৩০) এবং তৃতীয় পাকিস্তানের লাহোর (২০৯)। AQI অনুযায়ী, স্কোর ১০১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে যে উপাদানগুলো বিবেচনায় নেওয়া হয়, সেগুলো হলো:

  • PM₂.₅ (সবচেয়ে ক্ষতিকর)

  • PM₁₀

  • নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂)

  • কার্বন মনো-অক্সাইড (CO)

  • সালফার ডাই-অক্সাইড (SO₂)

  • ওজোন (O₃)

বিশেষজ্ঞরা জানিয়েছেন, PM₂.₅ মানে এমন ক্ষুদ্র কণা যেগুলো সহজেই ফুসফুসে প্রবেশ করে এবং ক্যান্সার, হৃদরোগসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয় বায়ুদূষণজনিত কারণে। ঢাকায় শীতকালে দূষণের মাত্রা সর্বোচ্চ থাকে, বর্ষাকালে পরিস্থিতি কিছুটা উন্নত হয়।

পরিবেশবিদদের মতে, যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানা, নির্মাণকাজের ধুলাবালি এবং অপরিকল্পিত নগরায়ণ ঢাকার বায়ুদূষণের মূল কারণ। দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তারা সতর্ক করেছেন।

আরো পড়ুন