চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের অন্যান্য স্থলবন্দর উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে বিশ্বব্যাংকের নতুন প্রকল্প পাওয়া গেলে। নৌ পরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শুক্রবার (১ আগস্ট) এ আশ্বাস দেন।
স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা ড. সাখাওয়াত বলেন, “সোনামসজিদ স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন স্থলবন্দর। ভবিষ্যতে এর সঙ্গে বিভিন্ন সংযোগ প্রকল্প যুক্ত হতে পারে। তাই বন্দরটির সম্প্রসারণ ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি জানান, বন্দরটির বিভিন্ন সমস্যার সমাধানে কাজ চলছে এবং স্থানীয় প্রশাসনকে এসব সমস্যা পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্দর থেকে দুই-আড়াই কিলোমিটার দীর্ঘ সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে, যা পরিবহন ব্যবস্থাকে আরও সহজ করবে।
উপদেষ্টা আরও বলেন, বন্দর এলাকায় ইয়ার্ড সম্প্রসারণের জন্য আশেপাশের খাস ও বেসরকারি জমি অধিগ্রহণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শ্রমিকদের কল্যাণে বন্দর এলাকায় একটি হাসপাতাল এবং ফায়ার সার্ভিস কেন্দ্র দ্রুত নির্মাণ করা হবে।
সভায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান সভাপতিত্ব করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে উপদেষ্টা সাখাওয়াত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শন করেন এবং চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে শ্রমিকদের মাঝে কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ করেন।