বিশ্ববিখ্যাত ইতালীয় ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আরমানি গ্রুপ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দীর্ঘ কর্মজীবনে আরমানি ইতালীয় স্টাইলকে আন্তর্জাতিক ফ্যাশনের শীর্ষে পৌঁছে দিয়েছেন এবং হলিউডের রেড কার্পেটে নতুন ধারা সৃষ্টি করেছেন।
১৯৩৪ সালে উত্তর ইতালির পিয়াচেঞ্জায় জন্ম নেওয়া আরমানি মূলত চিকিৎসাবিজ্ঞান অধ্যয়ন করতেন। তবে ১৯৫৭ সালে মিলানের ‘লা রিনাসেন্তে’ ডিপার্টমেন্ট স্টোরে উইন্ডো ড্রেসার হিসেবে ফ্যাশন জগতে পদার্পণ করেন। পরবর্তীতে নিনো চেরুতির অধীনে কাজ করার সময় তিনি স্যুট জ্যাকেটের নকশায় নতুন দিক নিয়ে খ্যাতি অর্জন করেন। ১৯৭৫ সালে স্থপতি সার্জিও গালিওত্তির সঙ্গে মিলে তিনি নিজস্ব ব্র্যান্ড ‘জর্জিও আরমানি’ প্রতিষ্ঠা করেন।
আশির দশকে হলিউডে তাঁর ডিজাইনগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। রিচার্ড গেরের ‘আমেরিকান গিগোলো’ ছবিতে আরমানির স্যুট নতুন স্ট্যাটাস সিম্বল হিসেবে স্বীকৃতি পায়। এরপর তিনি রেড কার্পেটে নকশা প্রদর্শনের এক অঙ্গন হয়ে ওঠেন। আর্নল্ড শোয়ার্জনেগার, সোফিয়া লরেন, শন কনারিসহ অসংখ্য তারকা তাঁর ডিজাইনকৃত পোশাকে উপস্থিত হয়েছেন।
সার্জিও গালিওত্তির মৃত্যুর পর ১৯৮৫ সাল থেকে আরমানি কোম্পানির একক মালিক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ব্র্যান্ডটি এম্পোরিও আরমানি, আরমানি জিনস, আরমানি এক্সচেঞ্জসহ বিভিন্ন শাখায় বিস্তৃত হয়। ফ্যাশনের বাইরে তিনি দুবাইয়ের বুর্জ খলিফায় বিলাসবহুল হোটেল নির্মাণ এবং ২০০৮ সালে ইতালির বাস্কেটবল দল অলিম্পিয়া মিলানো কিনে নেন।
জর্জিও আরমানি শুধুমাত্র ফ্যাশন নির্মাণ করেননি, তিনি এমন একটি উত্তরাধিকার রেখে গেছেন যা বিশ্ব ফ্যাশনকে আজও অনুপ্রাণিত করছে।