নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে কাল দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন আসরে ভালো খেলার প্রত্যয় নিয়েই মাঠে নামতে চায় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে হাইব্রিড মডেলে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ।
বিশ্বকাপে যাওয়ার আগে ফটোসেশনে অংশ নেয় পুরো দল। এরপর সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও প্রত্যাশার কথা তুলে ধরেন অধিনায়ক ও কোচ।
অধিনায়ক নিগার সুলতানা জানান, বিশ্বকাপের আগে বড় কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ না খেললেও নিজেদের প্রস্তুতিকে তিনি সন্তোষজনক মনে করছেন। তার ভাষায়, “দল হিসেবে আমরা প্রস্তুত। মাঠে সেরা পারফরম্যান্স দিতে সবাই মুখিয়ে আছে।”
বাংলাদেশ দলের প্রধান কোচও বিশ্বকাপ নিয়ে আশাবাদী। তিনি বলেন, এবারের আসরে কোনো দলকেই তারা বড় বা ছোট হিসেবে দেখছে না। প্রতিপক্ষ যেমনই হোক, প্রতিটি ম্যাচে সেরাটা দেওয়াই লক্ষ্য। কোচের মতে, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলেই সাফল্যের সম্ভাবনা বাড়বে।
বাংলাদেশ নারী দল ইতোমধ্যে কয়েকটি ঘরোয়া ও প্রস্তুতিমূলক অনুশীলন সেশন শেষ করেছে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া দল এবার চমক দেখাতে সক্ষম হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকালে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। ক্রিকেটপ্রেমীরা আশাবাদী, টাইগ্রেসরা এবার বিশ্ব আসরে নতুন ইতিহাস গড়বে।