দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে নিজের জীবনদর্শনের কথা প্রকাশ করেছেন। স্পষ্টভাবে জানিয়ে দেন, তার কাছে বিয়ের চেয়ে মাতৃত্বই বেশি গুরুত্বপূর্ণ।
শ্রুতির ভাষায়, “বিয়ে নয়, আমি মা হতে চাই। একজন মানুষ হিসেবে নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে চাই।”
বিয়ের প্রতি অনীহা প্রসঙ্গে তিনি বলেন, “বিয়ের ধারণাটা আমাকে ভয় পাইয়ে দেয়। কাগজে চুক্তি করে সম্পর্ককে আইনি রূপ দেওয়ার বিষয়টা আমার কাছে অস্বস্তিকর। তবে এর মানে এই নয় যে ভালোবাসা বা সম্পর্ককে আমি অবিশ্বাস করি। বরং আমি যখনই সম্পর্কে জড়াই, নিজেকে পুরোপুরি নিবেদন করি।”
মাতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা বলতে গিয়ে শ্রুতি জানান, ভবিষ্যতে দত্তক নেওয়ার কথাও ভাবছেন তিনি। তার মতে, “সন্তান ধারণ শুধু জৈবিক নয়, এটি মানসিক এবং নৈতিক দায়িত্বও। এখানে বাবা-মা উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
নিজের প্রেমজীবন নিয়েও অকপট ছিলেন শ্রুতি। বলেন, “অনেকে খোঁচা মেরে জিজ্ঞেস করে—এটা কত নম্বর প্রেমিক? কিন্তু আমার কাছে এটা সংখ্যা নয়। প্রতিটি বিচ্ছেদই আমার কাছে একেকটি বেদনার গল্প।”
কমল হাসানের কন্যা হলেও শ্রুতি হাসান নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন। বলিউড, দক্ষিণী চলচ্চিত্র, সাহসী ফটোশুট কিংবা সংগীতে—সব ক্ষেত্রেই নিজের মতো করে পথ তৈরি করেছেন তিনি।
সম্প্রতি তিনি রজনীকান্তের সঙ্গে কুলি সিনেমায় অভিনয় করেছেন, যা এখন মুক্তির অপেক্ষায়। পাশাপাশি, তিনি একজন দক্ষ গায়িকা ও সুরকার হিসেবেও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন।
জীবন সম্পর্কে শ্রুতি বলেন, “আমি যে জীবন বেছে নিয়েছি, তা সবার মতো নয়। কিন্তু আমি এতে খুশি।”