Ridge Bangla

বিয়ের পিঁড়িতে পিয়া বিপাশা, নতুন জীবনে শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটানো জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। পাত্র কুইন্টিন টিমোথি পেশায় একজন মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বসবাস করেন। বিয়ের খবরটি পিয়া নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

তিনি একটি ছোট ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে দেখা যায় সাদা গাউনে সেজে হাতে সাদা ফুলের তোড়া নিয়ে। কুইন্টিন ছিলেন হালকা বাদামি রঙের ব্লেজারে। ক্যাপশনে পিয়া লেখেন, “চিরকালের প্রতিশ্রুতির দিন।” সাথে একটি ভালোবাসার ইমোজি দিয়ে জানান, তারা গত ২০ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

তবে কুইন্টিনের সম্পর্কে বিস্তারিত কিছু এখনও প্রকাশ করেননি পিয়া। এটি পিয়ার দ্বিতীয় বিয়ে। অল্প বয়সেই তার প্রথম বিয়েটি হয়েছিল, সেই সংসারে জন্ম নেয় সোহা নামের একটি কন্যাসন্তান। তবে সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।

প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর আগে হঠাৎ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিয়া বিপাশা। মেয়েকে নিয়ে নিউইয়র্কে শুরু করেন নতুন জীবন। সেখানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং মডেল হিসেবে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই কুইন্টিনের সঙ্গে তার পরিচয় ও প্রেম, যা শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয়।

পিয়া বিপাশার শোবিজ যাত্রা শুরু হয় ২০১৩ সালে তাহসান খানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ নাটক দিয়ে। বড় পর্দায় তিনি ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও সেটি আর সম্ভব হয়নি।

নতুন জীবনের জন্য পিয়াকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগী ও সহশিল্পীরা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন