ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করলেও ব্যক্তিজীবনে নানা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের অজানা অধ্যায় খোলাসা করেন।
মিহি জানান, মানুষ তাকে দৃঢ় মনে করলেও ভেতরে তিনি ভীষণ সংবেদনশীল। কষ্ট পেলেই চোখে জল আসে, তবে অন্যদের সামনে দুর্বলতা প্রকাশ করতে চান না। তাই সবসময় হাসি দিয়ে ব্যথা ঢেকে রাখেন। তার ভাষায়, “হয়তো এ কারণেই মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী। কিন্তু ভেতরে আমি অনেক ভাঙনের ভেতর দিয়ে যাই।”
ব্যক্তিজীবনের প্রসঙ্গ টেনে তিনি জানান, বিয়ের পরেই জানতে পারেন তার প্রাক্তন স্বামী আগে থেকেই আরেকটি বিয়ে করেছিলেন। এ ঘটনা জানার পর তার মনে হয়েছিল সবকিছু থমকে গেছে। তবে কোনো নাটকীয়তা না করে চুপচাপ সরে আসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ না করে নিজের মতো করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
মিহি বলেন, “আমি জানতাম, আমার জীবন আমার হাতেই নিয়ন্ত্রণে রাখতে হবে। মানুষ জানে না, তখন কতটা ভেঙে পড়েছিলাম।” অভিনেত্রী আরও জানান, তিনি মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে করেছিলেন। এখন মনে হয়, এটি তার প্রতি এক ধরনের অসম্মান ছিল। তার মতে, ভালোবাসা কেবল বিশ্বাসে টিকে থাকে, টাকার অঙ্কে নয়।
২০১৭ সালে অভিনয়জীবন শুরু করেন মিহি আহসান। বর্তমানে তিনি নিয়মিত একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন শুটিং নিয়ে।