Ridge Bangla

বিয়ের পর চেহারা দেখলেই বোঝা যায় মেয়েরা কতটা সুখী: মেহজাবীন চৌধুরী

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৩ বছরের দীর্ঘ প্রেমের পরিণতি হিসেবে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের প্রায় ৮ মাস পার হয়ে গেছে, আর এই সময়টিকে তিনি উল্লেখ করেছেন অত্যন্ত আনন্দময় ও পরিপূর্ণ।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, উপস্থাপক যখন তার বিবাহিত জীবনের ২৩৪ দিন পার করার অভিজ্ঞতা জিজ্ঞেস করেন, তখন হাসি ধরে রাখতে পারেননি। তিনি জানান, “এটা কে গুনেছে বসে বসে?” তবে ভক্তদের পক্ষ থেকে হিসাব শোনার পর তিনি আনন্দ প্রকাশ করেন এবং বলেন, তার বিবাহিত জীবন খুবই সুন্দরভাবে চলছে।

অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের পর তার জীবনে বড় কোনো পরিবর্তন হয়নি, শুধু থাকার জায়গা বদলেছে। “আমি সেই আগের মেহজাবীনই আছি, আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আগেও ভালো বন্ধু ছিল, এখনো আছে। আমাদের বন্ধুত্ব এখনও টিকে আছে।”

মেহজাবীন আরও বলেন, বিয়ের পর জীবন সহজ হয়ে গেছে। “আগে আমার জন্য কেউ কোনো কিছু করতেও পরিবারকে বলতাম, এখন অনেকজন সাহায্য করতে আসেন। আমার ফ্যামিলি সাইজ বেড়ে গেছে, সবাই ভালোবাসে এবং আমার কাজকে সমর্থন করছে।”

উপস্থাপক যখন তার মুখ দেখিয়ে বলেন, “আপনি খুব সুখী”, মেহজাবীন হাসি দিয়ে বলেন, “এটা আগেও শুনেছি। কেউ বলেছে, মেয়েরা বিয়ের পর হ্যাপি কিনা, চেহারা দেখলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন