২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত কাজ করলেও সম্প্রতি তিনি জানিয়েছেন, বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সংসারকে সময় দিতে এবং দেশের বাইরে স্থায়ী হতে চান তিনি।
সাম্প্রতিক একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তানিয়া বলেন, “বিয়ের পর আমি অভিনয় থেকে অবসরে যাওয়ার কথা ভাবছি। মনে হয়, সংসার আর ক্যারিয়ার দুটো একসঙ্গে সামলানো কঠিন। আগামী পাঁচ বছরে যতটুকু কাজ করার আছে, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মনোযোগ দেব। ইচ্ছা আছে দেশের বাইরে স্থায়ী হতে।”
তানিয়া ২০১৭ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন, তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্কের সমাপ্তি ঘটে। এরপর অভিনেতা আরশ খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও তানিয়া তা ‘গুজব’ বলে উড়িয়ে দেন এবং একসঙ্গে কাজ করা থেকেও বিরত থাকেন। পরে শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠলেও শামিমের বিয়ের পর সে আলোচনা বন্ধ হয়ে যায়।
সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তানিয়া বলেন, “যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার কাছের মানুষ। তাই হয়তো গুঞ্জন ছড়ায়। মোশাররফ করিমের সঙ্গে শুটিং সময়টা আমি উপভোগ করি এবং তার কাছ থেকে অনেক কিছু শিখি। নিলয় আলমগীর আমার ভাইয়ের মতো, আর শামিম হাসানের সঙ্গে ভালো বন্ধুত্ব। আমাদের আড্ডায় আরও অনেক অভিনেতা ও নির্মাতাও থাকেন।”
তানিয়ার এসব বক্তব্য শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।