Ridge Bangla

বিয়ের জন্য আগ্রহীদের বায়োডাটা চাইলেন মিলা

জনপ্রিয় রক গায়িকা মিলা ইসলাম দীর্ঘদিন ধরে একাই জীবন কাটাচ্ছেন। প্রেম বা বিয়ের জন্য যোগ্য কাউকে খুঁজে পাচ্ছেন না তিনি। তাই এবার আর চুপ করে না থেকে সরাসরি সবার কাছে আহ্বান জানালেন—যারা আগ্রহী, তারা যেন বায়োডাটা পাঠান!

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলা বেশ খোলামেলাভাবে নিজের মনের কথা শেয়ার করেন। হাসতে হাসতেই বলেন,
“অনেক দিন ধরে অপেক্ষা করছি, কেউ তো জিজ্ঞেসই করছে না প্রেম করছেন? বিয়ে কবে? সমস্যা হচ্ছে, নিজের জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজেরা নিজে খুঁজে প্রেম করাটা সত্যি কঠিন।”

তবে মিলা জানালেন, তার কাছে বিয়ের চেয়ে জীবনের সঠিক সঙ্গী খোঁজাটাই বেশি জরুরি। তিনি বলেন,
“এই মুহূর্তে আমার একজন জীবনসঙ্গী দরকার, যে বন্ধু হবে, আমাকে বুঝবে। আপনারা চাইলে বায়োডাটা পাঠাতে পারেন!”

তবে সঙ্গী নির্বাচনে মিলার কিছু বিশেষ চাওয়াও আছে। মিষ্টি হেসে তিনি বলেন, “ছেলে দেখতে গুড লুকিং হতে হবে, হ্যান্ডসামও। তবে শুধু দেখতে ভালো হলেই চলবে না। ছেলেটার মধ্যে দায়িত্ববোধ থাকতে হবে, মায়া থাকতে হবে। এমনকি পশু-পাখির জন্যও তার মায়া থাকতে হবে।”

অনেকে ভাবতে পারেন, তারকা বলে হয়তো টাকাওয়ালা জামাই খুঁজছেন! কিন্তু মিলা স্পষ্ট করে বললেন, “টাকা উপার্জন করা অবশ্যই দরকার। কিন্তু আমি টাকাওয়ালা জামাই চাই না।”

প্রসঙ্গত, ২০০৬ সালে মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ প্রকাশিত হয়। এরপর ২০০৮ সালে আসে ‘ফুয়াদ ফিচারিং মিলা চ্যাপ্টার-২’, এবং ২০০৯ সালে প্রকাশিত হয় ‘ফুয়াদ ফিচারিং মিলা রি-ডিফাইন্ড’। এই জনপ্রিয় গায়িকা বর্তমানে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফলে, মিলা ভক্তদের জন্য এখন নতুন এক চ্যালেঞ্জ—কে পারবেন মিলার মন জয় করতে?

আরো পড়ুন