মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় বিয়ে শেষে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে নববধূকে গাড়ি থেকে নামিয়ে অপহরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীরা কনেকে নিয়ে ফেরার সময় কয়েকজন মোটরসাইকেলে এসে গাড়ির পথরোধ করে। তারা নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এতে বর বাধ্য হয়ে একাই বাড়ি ফিরেন।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বর মুরাদ বেপারী টংগীবাড়ী উপজেলার পুরাশিবির এলাকার বাসিন্দা। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মেয়ে। প্রায় ছয় মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে আনতে যান বরযাত্রীরা।
বর মুরাদের দাবি, বিয়ের দিনে খাবার নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ বিরোধের জের ধরেই নববধূর ভাই ও তার সহযোগীরা ফেরার পথে গাড়ি থামিয়ে কনেকে নিয়ে যায়।