Ridge Bangla

বিয়ের কয়েক ঘণ্টা পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেতা মধমপট্টি রঙ্গরাজের স্ত্রী

তামিল সিনেমার অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ এবং জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদার বিয়ের ঘোষণার পরপরই আসে আরও বড় একটি চমক। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই জয় ইনস্টাগ্রামে জানালেন, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা এবং আগামী ২০২৫ সালে তাদের সন্তান জন্ম নেবে।

রোববার (২৭ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি শেয়ার করেন জয়, যেখানে রঙ্গরাজকে জয়কে সিঁদুর পরাতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, “মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ”, সঙ্গে ছিল ‘স্বামী-স্ত্রী’ হ্যাশট্যাগ।

এর কিছুক্ষণ পরই জয় আরেকটি পোস্টে জানান, তারা সন্তান প্রত্যাশা করছেন। পোস্ট করা ছবিতে লাল শাড়ি পরা জয়কে রঙ্গরাজের পাশে দাঁড়িয়ে হাসতে দেখা যায়, দুজনের গলায় ছিল ফুলের মালা। ক্যাপশনে লেখা ছিল, “২০২৫ সালে আমাদের সন্তান আসছে। আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা।”

এই ঘোষণা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। বিয়ের আনন্দঘন মুহূর্তের সঙ্গে অন্তঃসত্ত্বার খবর যুক্ত হওয়ায় ভক্তদের মধ্যে যেমন অভিনন্দন বার্তা ছুটে এসেছে, তেমনি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা।

অনেকেই নবদম্পতিকে শুভকামনা জানালেও তাদের আকস্মিক সন্তান সম্ভাবনার ঘোষণায় কৌতূহল ও মন্তব্যের বন্যা বইছে অনলাইনে। রঙ্গরাজ ও জয় তাঁদের সম্পর্ক নিয়ে কখনো খোলাখুলি কিছু না বললেও এই যৌথ ঘোষণা ভক্তদের কাছে একসঙ্গে ভালোবাসা ও বিস্ময়ের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন