হিন্দি চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী রেখা পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনেকবার আলোচনার মুখে এসেছেন। বিশেষ করে স্বামী মুকেশ আগরওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গোপন কিছু ঘটনা আজও অনেকের অজানা।
রেখা ৩৫ বছর বয়সে বিয়ে করেছিলেন মুকেশ আগরওয়ালকে। তবে এক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়। দুজনই বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু ভাগ্যত তারা তা আইনি রূপ দিতে পারেননি। বিচ্ছেদের আগে মুকেশ আগরওয়াল আত্মহত্যা করেন। সংসারী হওয়ার স্বপ্ন দেখেছিলেন রেখা, কিন্তু কঠিন বাস্তবতা তাকে বারবার পরীক্ষা করেছে।
সিনেমার শীর্ষ নায়িকাদের একজন হিসেবে রেখা প্রায়শই নানা গুজবের মুখোমুখি হয়েছেন। বলা হতো, তিনি বিবাহিত নায়কদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। এসব গুজব থেকে মুক্তির জন্য তিনি সিদ্ধান্ত নেন, সিনেমা জগতের বাইরের কাউকে বিয়ে করবেন। এমন ভাবনা থেকেই দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। ফ্যাশন ডিজাইনার বন্ধু বীনা রমণীর মাধ্যমে মুকেশের সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে।
২০০৬ সালে এক সাক্ষাৎকারে রেখা বলেন, তিনি কখনো সন্তান চাননি এবং ভবিষ্যতে বিয়ে করলেও সন্তান নেবেন না। মুকেশের মৃত্যুর পর তাকে প্রচণ্ড মানসিক চাপে পড়তে হয়। বিভিন্ন সময় সংবাদমাধ্যমে তাকে ‘ডাইনি’ বলে অভিহিত করা হয়, যেন তিনি স্বামীর মৃত্যুর জন্য দায়ী। পরে ২০০৪ সালে একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে তিনি বলেন, “আমি মুকেশকে হত্যা করিনি।”
রেখা স্মরণ করেন, মুকেশের মৃত্যুর পর প্রথমে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন, পরে বাজে কথার কারণে ক্রোধে ফুঁসতে থাকেন। সেই সময় তিনি চুপ থাকতেন, কারো প্রতি আঘাত না করার জন্য। মুকেশের মৃত্যুর পর থেকে রেখা আর কখনো বিয়ে করেননি।