বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরিচালক পর্যায়ে আনা হয়েছে রদবদল। এতে একজন পরিচালককে নতুন পদে বদলি করা হয়েছে এবং আরেকজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মমিনুল ইসলামকে নতুন দায়িত্ব হিসেবে পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) পদে বদলি করা হয়েছে। অপরদিকে, পরিচালক (অর্থ) মো. নওসাদ হোসেনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্তভাবে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, এটি নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ। অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তার জানা নেই।