Ridge Bangla

বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি: মুমতাহিনা চৌধুরী টয়া

অভিনয় জগতে পরিচয়, বন্ধুত্ব এবং এরপর প্রেম—এর মধ্য দিয়ে বিয়ের পথে এগিয়েছেন সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। দুজনেই অভিনেতা হলেও শাওনের আরেক পরিচয় হলো তিনি বিমানের কেবিন ক্রু। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন এবং এখন প্রায় পাঁচ বছর দাম্পত্য জীবন পার করেছেন।

শাওনের কেবিন ক্রু হওয়ার কারণে মাসের প্রায় ২০ দিন দেশের বাইরে থাকতে হয়। তবে বিয়ের আগে থেকেই তারা এই বিষয় নিয়ে কথা বলেছিলেন। সম্প্রতি দাম্পত্য জীবনের নানা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে টয়া স্পষ্ট করেন, “আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি।”

এক সাক্ষাৎকারে শাওন জানান, “৬ মাসের মধ্যে টয়া বুঝেছে আমাকে কোন কোন দেশে যেতে হয়, কত দিন থাকতে হয়, যাওয়ার প্রক্রিয়া কী। ফ্রি কোনো টিকিট পাই কি না, তা ওর জানা আছে। আমি সব বিষয়ই বোঝাই।” এছাড়া তিনি জানান, ফ্রি টিকিটে যাওয়া যায় মা, বাবা, সন্তান এবং স্ত্রী হিসেবে। টয়া এই শুনে নিশ্চিত হয়েছেন বিয়ের জন্য হ্যাঁ বলবেন।

টয়া বলেন, তিনি ভ্রমণ পছন্দ করেন। শাওনের অধিকাংশ সময় বিদেশে থাকায় স্ত্রী হিসেবে তার জন্য ঘোরাঘুরির সুযোগ হবে। “যখন দেখলাম সে ৪-৫ দিন টানা বাইরে থাকে, ভাবলাম, স্ত্রী হিসেবে ওর সঙ্গে ঘুরতে পারব। কিন্তু এটা ফ্রি টিকিটের জন্য নয়, কারণ বিয়ের ৫ বছরেও এখনও কোনো ফ্রি টিকিট পাইনি।” হাসিমুখে টয়া এ বিষয়টি ব্যাখ্যা করেছেন।

দাম্পত্য জীবনের এই প্রেক্ষাপট প্রমাণ করে—টয়া ও শাওনের সম্পর্ক সম্পূর্ণ ব্যক্তিগত বোঝাপড়া ও ভ্রমণ ভালোবাসার ভিত্তিতে গড়ে উঠেছে, আর কোনো সুবিধার কারণে নয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন