যাত্রীবাহী বিমানের ল্যান্ডিং গিয়ার কূপে লুকিয়ে অবিশ্বাস্যভাবে ১৩ বছরের এক আফগান কিশোর কাবুল থেকে দিল্লি পৌঁছেছে। জানা যায়, এই কিশোর আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। সোমবার (২২ সেপ্টেম্বর) কাম এয়ারের একটি ফ্লাইট দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রানওয়েতে ঘুরতে দেখা যায়। নিরাপত্তা বাহিনী আটক করে জিজ্ঞাসাবাদ শেষে একই বিমানে ফের কাবুল পাঠিয়ে দেয়।
ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সি আই এস এফ) জানিয়েছে, কিশোরটি রোববার সকাল ১১টা ১০ মিনিটে অবতরণ করা কাম এয়ারের ফ্লাইট আরকিউ-৪৪০১ এ নজর এড়িয়ে ভ্রমণ করে। সে বিমানের চাকাবদ্ধ অংশে লুকিয়ে ছিল। পরে নিরাপত্তা তল্লাশিতে একটি লাল রঙের অডিও স্পিকারও উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, কিশোরটি আসলে ইরান যেতে চেয়েছিল। কিন্তু কোন বিমানে উঠছে সে বিষয়ে জানত না। কাবুল বিমানবন্দরে যাত্রীদের পিছু নিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং চাকায় লুকায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের যাত্রা অত্যন্ত বিপজ্জনক। অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের ঘাটতি ও প্রচণ্ড শীতল আবহাওয়ায় অনেক সময় যাত্রীরা অচেতন হয়ে পড়েন, আর ল্যান্ডিংয়ের সময় চাকায় ভর করে মৃত্যু ঘটে। এর আগে ২০২২ সালে একইভাবে এক কেনিয়ান যুবক নেদারল্যান্ডসে জীবিত উদ্ধার হয়।