Ridge Bangla

বিমানবন্দরে ৭০ লাখ টাকার গহনা হারিয়ে ভেঙে পড়লেন উর্বশী

উইম্বলডন ম্যাচ দেখতে লন্ডনে ঘুরে ভারতে ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তার একটি ব্যাগ হারিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। উর্বশীর দাবি, ব্যাগটিতে ছিল প্রায় ৭০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৯০ লাখ) মূল্যের গহনা ও দামি সামগ্রী।

চুরি হওয়া ব্যাগে বিলাসবহুল ব্র্যান্ড ক্রিস্টিয়ান ডিওরের একাধিক পণ্য এবং বেশ কয়েকটি ব্যয়বহুল অলংকার ছিল বলে জানিয়েছেন তিনি। তার অভিযোগ, নিরাপত্তা ট্যাগ ও বৈধ টিকিট থাকা সত্ত্বেও ব্যাগটি ব্যাগেজ বেল্ট থেকেই উধাও হয়ে গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী লেখেন, “আমি এমিরেটসের প্ল্যাটিনাম সদস্য এবং একজন আন্তর্জাতিক শিল্পী হিসেবে উইম্বলডনে গিয়েছিলাম। কিন্তু গ্যাটউইক বিমানবন্দরে আমার ব্যাগ চুরি হয়ে যাওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এটি নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন তোলে।”

তিনি আরও লেখেন, “আমার ব্যাগে থাকা প্রতিটি জিনিসই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের ঘটনায় শুধু মূল্যবান জিনিস হারানোর বিষয় নয়, বরং যাত্রীদের নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবার প্রয়োজন আছে।”

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ব্যাগ চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, উর্বশী রাউতেলা বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন জগতে সমানভাবে জনপ্রিয়। প্রায়শই তিনি তার পোশাক, বক্তব্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। এবার গয়নাসহ দামি ব্যাগ হারিয়ে আবারও শিরোনামে এলেন তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন