দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যদিও তাঁরা কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, কিন্তু তাঁদের একসঙ্গে অবকাশযাপন, পোস্ট, ও একসঙ্গে দেখা যাওয়া এই গুঞ্জনকে একাধিকবার জোরদার করেছে।
সর্বশেষ মঙ্গলবার (১৭ জুন) মুম্বাই বিমানবন্দরে আবারও একসঙ্গে দেখা যায় এই দুই তারকাকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে, তাঁরা এক গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করছেন। দুজনের মুখেই ছিল মাস্ক এবং চোখে সানগ্লাস, যেন ইচ্ছাকৃতভাবেই নিজেদের আড়াল করতে চেয়েছেন। তবে তাতেও লাভ হয়নি—ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবং আবারও প্রেমের গুঞ্জন উসকে দেয়।
অনুরাগীদের মতে, এটি আর কেবল বন্ধুত্বের পর্যায়ে নেই। গত এক বছরে তাঁদের একসঙ্গে ঘুরতে যাওয়া, সামাজিক মাধ্যমে মিল থাকা পোস্ট, এমনকি রাশমিকার বিজয়ের বাড়ির সামনে দেখা যাওয়া—সবই সেই ইঙ্গিত বহন করে।
পেশাগত দিক থেকেও দুজনই ব্যস্ত। রাশমিকা বর্তমানে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ছবির শুটিংয়ে ব্যস্ত, যেটি মুক্তি পাবে ২০২৫ সালের দীপাবলিতে। পাশাপাশি তিনি ‘কুবেরা’ ছবিতে নাগার্জুনা ও ধানুশের সঙ্গে অভিনয় করছেন এবং ‘পুষ্পা ৩’-তে আবারও ‘শ্রীভল্লী’ চরিত্রে ফিরছেন।
অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডার স্পাই থ্রিলার ‘কিংডম’ মুক্তি পাবে ৪ জুলাই, পরিচালনা করছেন গোতম তিন্নানুরি। এছাড়াও তিনি ‘এসভিসি ৫৯’ এবং ‘ভিডি১৪’ নামের দুই সিনেমায় কাজ করছেন।
যদিও তাঁরা এখনও সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে চলাফেরা, সামাজিক মাধ্যমের উপস্থিতি ও অনুরাগীদের জল্পনায় এই জুটিকে ঘিরে প্রেমের গল্প আরও জোরালো হচ্ছে।