রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২১ জুন) দিনভর অভিযান চালিয়ে তাদের মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
শনিবার (২২ জুন) ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২ জন ডাকাতির প্রস্তুতিকালে, ৬ জন আদালতের পরোয়ানাভুক্ত, ৩ জন দস্যুতার মামলায়, ১ জন নারী ও শিশু নির্যাতন মামলায় এবং ১ জন চুরির অভিযোগে আটক হন।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি সামুরাই তরবারি, একটি লোহার ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম: শামীম (৩২), শাহাদাত (২৩), নিদার হাসান (১৭), ফাহাদ (১৬), আলাভী আনাম (১৬), সাজ্জাদুর রহমান রবিন (৩০), রেজাউল (৪০), রাসেল (২২), কাদের (৩২), সাব্বির (২৩), জামাল (২৭), রবিন (২৩) ও আলমগীর (৩৮)।