Ridge Bangla

বিবৃতিদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের শাস্তি দাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৭১ জন শিক্ষক ‘মব সন্ত্রাস’ বন্ধে সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে যে বিবৃতি দিয়েছেন, তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা এসব শিক্ষকদের ‘ফ্যাসিস্টের দোসর’ ও ‘গণহত্যার হুকুমদাতার পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে শাস্তির আওতায় আনার দাবি জানায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক বৈঠক শেষে সাদা দলের শিক্ষকেরা এই দাবি জানান। তারা অভিযোগ করেন, জুলাই মাসে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া নীল দলের শিক্ষক ও তৎকালীন শিক্ষক সমিতির সদস্যদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করে আইনের আওতায় আনতে হবে। এজন্য সাত দিনের আলটিমেটামও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাদা দলের শতাধিক শিক্ষক কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—

  • নীল দলের চিহ্নিত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে

  • ফ্যাসিস্ট সরকারকে সমর্থনকারী জসীমউদ্দীন হল ও অমর একুশে হলের প্রভোস্টদ্বয়কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে

  • আগের প্রশাসনের সময় যেসব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের কোনো সুবিধা, স্থায়ীকরণ বা পদোন্নতি দেওয়া যাবে না

  • সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সাম্প্রতিক কার্যকলাপকে ‘ফ্যাসিস্ট উৎসাহ’ বলে অভিহিত করে তাকে বরখাস্ত করে ব্যবস্থা নিতে হবে

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম বলেন, “আমরা এসব চিহ্নিত দোসরদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। বিভিন্ন প্রশাসনিক পদে থাকা ফ্যাসিস্ট দোসরদের দ্রুত অপসারণ করতে হবে। যারা শিক্ষার্থী ও নিরীহ মানুষের হত্যার সঙ্গে জড়িত, তাদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়া উচিত নয়।”

সাদা দলের আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আবুল কালাম সরকার বলেন, “ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিচারের দাবিতে” আগামী রবিবার সকাল সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন ও সমাবেশ করবে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আরো পড়ুন