নোয়াখালী প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস নামে। দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ (কাবিলা)। কয়েকদিনের গুঞ্জনের পর ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে। পলাশ জানান, তিনি যেমন সবসময় ‘রক অ্যান্ড রোল’ থাকেন, নোয়াখালী এক্সপ্রেসও তেমনই জমিয়ে পারফর্ম করবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি গ্যালারিতে থাকবেন এবং বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
পলাশ বলেন, নোয়াখালীর সাথে আমার নাড়ির টান। সেখানকার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আমি জনপ্রিয়তা পেয়েছি। সেই নোয়াখালী যদি আমার মাধ্যমে কিছুটা বিশ্বের দরবারে তুলে ধরা যায় এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। বিদেশি খেলোয়ারদেরকে নিয়ে যখন নোয়াখালীর কালচারের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হবে আমার জীবনের অন্যতম প্রাউড মোমেন্ট।
নোয়াখালী এক্সপ্রেসের এবারের বিপিএল দল গঠনে বড় চমক দেখা গেছে। দলে রাখা হয়েছে সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানের মতো বাংলাদেশি তারকা ক্রিকেটারদের। বিদেশিদের মধ্যে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপুসহ তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠন করেছে ফ্র্যাঞ্চাইজি টি।