Ridge Bangla

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিলো বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বিসিবি। পরিবর্তিত পরিস্থিতির কথা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাম্প্রতিক বাংলাদেশ–ভারত রাজনৈতিক উত্তেজনা ও ক্রিকেট সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

বিসিবি এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় চমক দেখিয়েছিল। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। আর ধারাভাষ্যকার হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা ও ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ–ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠকের যাত্রার সমাপ্তি ঘটল। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনার পর বিসিবি জরুরি সভা ডেকে নিরাপত্তা উদ্বেগে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়ে আইসিসিকে চিঠি দেয় এবং বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র সরানোর দাবি করে।

This post was viewed: 12

আরো পড়ুন