Ridge Bangla

বিপাশা বসু ফাঁস করলেন রোনালদোর সঙ্গে বিশেষ মুহূর্ত

বিশ্ব ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ-এর বাগদানের খবরে যখন সোশ্যাল মিডিয়া সরগরম, তখন বলিউড অভিনেত্রী বিপাশা বসু স্মরণ করলেন তার ও রোনালদোর এক বিশেষ মুহূর্তকে। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২০০৭ সালের একটি থ্রোব্যাক ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তিনি রোনালদোর সঙ্গে একই মঞ্চে উপস্থিত। ভিডিওতে বিপাশা লিখেছেন, “আইকনিক স্টেজ মোমেন্ট, বিপাশা বসু উইথ রোনালদো”।

জানা গেছে, ২০০৭ সালে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তারা একসঙ্গে মঞ্চে উঠেছিলেন। অনুষ্ঠান শেষে আফটার পার্টিতেও তাদের দেখা হয়। সেই সময়ের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল, যেখানে অনেকে মনে করেছিলেন রোনালদো বিপাশাকে চুম্বন করছেন। বিপাশা পরে “আপকে আদালত” অনুষ্ঠানে উল্লেখ করেছিলেন, তিনি রোনালদোর বড় ভক্ত এবং সবসময় তার সঙ্গে দেখা চান। ছবিতে রোনালদো লম্বা হওয়ায় কথা বলার সময় ঝুঁকে আসতে হয়েছিল, আর সেই মুহূর্তের একটি ভুয়া ছবি নেটে ছড়িয়ে পড়ে, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছিল।

বিপাশার এই থ্রোব্যাক ভিডিও পুনরায় আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে রোনালদো ও জর্জিনার সম্প্রতি বাগদানের পর। তবে এই বিষয়ে বিপাশা এখনও কোনো মন্তব্য করেননি। এর আগে জানা যায়, রোনালদো ও জর্জিনা দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বাগদান করেছেন। জর্জিনা সামাজিক মাধ্যমে আংটির ছবি পোস্ট করে লিখেছেন, “হ্যাঁ, তোমাকেই চাই এই জীবন আর সব জীবনে।” বর্তমানে তারা পাঁচ সন্তানের বাবা-মা। সন্তানদের নাম ক্রিস্টিয়ানো জুনিয়র, জমজ ইভা-মাতেও, আলানা এবং বেলা।

আরো পড়ুন