Ridge Bangla

বিপাকে সিদ্ধার্থ-জাহ্নবী: ‘পরম সুন্দরী’ বিতর্কে

মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পরম সুন্দরী’। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ছবিটি আইনি জটিলতায় পড়েছে, যা প্রিমিয়ারের আগে অনিশ্চয়তা তৈরি করেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবির একটি গানের দৃশ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গির্জার ভেতরে সিদ্ধার্থ ও জাহ্নবীর ঘনিষ্ঠ দৃশ্য প্রদর্শন করা হয়েছে, যা ধর্মীয় স্থানের প্রতি অসম্মানজনক।

এ ঘটনায় ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’ নামে একটি খ্রিষ্টান সংগঠন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে চিঠি পাঠিয়েছে। পাশাপাশি তারা মুম্বাই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারকেও অবহিত করেছে। সংগঠনটি ছবির পরিচালককে অনুরোধ করেছে, বিতর্ক তৈরি করতে পারে এমন দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে।

চিঠিতে সংগঠনটি আরও উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে অনেক সিনেমায় ইচ্ছাকৃতভাবে বিতর্কিত দৃশ্য দেখিয়ে দর্শক আকর্ষণের চেষ্টা করা হয়, যা বন্ধ হওয়া জরুরি। তাদের দাবি, বাকস্বাধীনতা ও ধর্মীয় ভাবাবেগের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।

তবে এখনো পর্যন্ত ছবির পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। সিনেমার মুক্তি ও বিতর্ককে কেন্দ্র করে দর্শক ও সমালোচকদের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সবশেষ পরিস্থিতি বলছে, ধর্মীয় সংবেদনশীলতা ও চলচ্চিত্রের সৃজনশীল স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন ‘পরম সুন্দরী’-এর মুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন