Ridge Bangla

“বিনিয়োগের এত অনুকূল পরিবেশ অতীত কখনও ছিল না”, প্রধান উপদেষ্টা

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনও এত অনুকূল পরিবেশ ছিল না।”

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণের জন্য ঢাকায় আসা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, গত আট মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার জন্য কাজ করা হয়েছে এবং এর ফলস্বরূপ বিদেশি বিনিয়োগের পরিবেশ অত্যন্ত অনুকূল হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য এবং শ্রম-সম্পর্কিত সংস্কারগুলো বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে এবং চীনা ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কারখানাগুলো দেশে স্থানান্তরকে সহজতর করবে।”

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, প্রতি মাসের ১০ তারিখে কোরিয়ান এবং চীনা বিনিয়োগকারীদের সঙ্গে মাসিক প্রাতঃরাশ বৈঠক হবে। এতে প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের উত্থাপিত সমস্যাগুলো শোনার জন্য অংশ নেবেন।

বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগ নিবন্ধন এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করতে একটি হটলাইন এবং কল সেন্টার পরিষেবা প্রতিষ্ঠার প্রস্তাবও দেন তিনি।

এছাড়া, কিছু বৃহৎ চীনা কোম্পানি ইলেকট্রিক ভেহিকল (ইভি) রূপান্তর, লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, বায়ু টারবাইনের মতো নবায়নযোগ্য শক্তির উৎস এবং অফশোর ফটোভোলটাইক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। চীনা কোম্পানির কর্মকর্তারা চট্টগ্রামে ডেডিকেটেড চীনা ইকোনমিক জোন এবং মংলায় চায়নিজ ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন, যেখানে চীন সমুদ্রবন্দর আধুনিকায়নের কাজ করবে।

আরো পড়ুন