Ridge Bangla

বিদ্যুৎ বিল নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎ বিল নিয়ে হওয়া তর্কের জেরে ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত সালাউদ্দিন শেখ (৩২) তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের শাজাহান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাই আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনকে বঁটি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা সালাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশের সাথে পরিবারের সকলে ঢাকায় থাকায় এখনো কোনো মামলা হয়নি।

ইউপি চেয়ারম্যান অলিউর রহমান জানান, হতদরিদ্র পরিবারটিতে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটে। ছোট ভাই বটি দিয়ে কুপিয়ে বড় ভাইয়ের নাড়িভুড়ি বের করে ফেলে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন