Ridge Bangla

বিদ্যুৎ বিল নিয়ে কঙ্গনার ‘মিথ্যাচার’, পাল্টা জানাল হিমাচল বিদ্যুৎ বোর্ড

হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারকে বিদ্যুৎ বিল নিয়ে আক্রমণ করে ফের বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী ও বিজেপি প্রার্থী কঙ্গনা রনৌত। এক নির্বাচনী জনসভায় তিনি অভিযোগ করেন, সিমলায় তাঁর একটি বাড়ি যেখানে তিনি থাকেন না, সেখানে এক লাখ রুপির বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে। এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে হিমাচল প্রদেশের বিদ্যুৎ বোর্ড।

বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান সন্দীপ কুমার জানান, কঙ্গনার বিল মোটেও এক লাখ রুপি নয়, বরং জানুয়ারি ও ফেব্রুয়ারির বিল এবং বিলম্বে পরিশোধের কারণে জরিমানা মিলিয়ে মোট বিল দাঁড়িয়েছে ৯০,৩৮৪ রুপি। তিনি বলেন, “অভিনেত্রী নিয়মিত সময়মতো বিল পরিশোধ করেন না, এজন্য অতিরিক্ত জরিমানা গুনতে হয়। যদি সময়মতো বিল পরিশোধ করা হতো, তাহলে বিল এতটা হতো না।”

এ বিষয়ে আরও জানান, বিলটি ১৬ জানুয়ারি থেকে বকেয়া রয়েছে এবং বাড়িটি গৃহস্থালি সংযোগ নয়, বরং সেখানে ৯৪.৮২ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় যা একটি বাণিজ্যিক বা বড় আবাসিক স্থাপনার জন্য নির্ধারিত ক্ষমতা।

এদিকে জনসভায় কঙ্গনা রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, “যেখানে কেউ থাকেই না, সেখানে এত বড় অঙ্কের বিদ্যুৎ বিল কীভাবে আসে? এই সরকার নেকড়ের মতো আমাদের টুকরো টুকরো করে খাচ্ছে।”

এ বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন এটি একজন প্রার্থীর দায়িত্বজ্ঞানহীন আচরণ, আবার অনেকে বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন কঙ্গনা।

আরো পড়ুন