Ridge Bangla

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে উৎপাদিত চিনি আগে বাজারজাত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবনের চলমান উন্নয়নমূলক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আমাদের কাজ হচ্ছে উত্তরা গণভবনকে প্রস্তুত রাখা। এখানে কখন সভা হবে, তার নির্দিষ্ট কোনো তারিখ নেই। দীর্ঘদিন অবহেলিত এ গণভবনকে আমরা পুনর্গঠন করছি।”

চিনি আমদানির প্রসঙ্গে তিনি জানান, দেশের চিনিকলে উৎপাদিত বিপুল পরিমাণ চিনি এখনো বিক্রি হয়নি। তাই টিসিবির মাধ্যমে সেগুলো আগে বাজারজাত করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের চিনিকলগুলোর বেশিরভাগই ব্রিটিশ আমলের। দেশীয় চাহিদার তুলনায় আমরা খুব অল্প অংশই দেশীয় উৎপাদন থেকে পূরণ করতে পারি। শুধু চিনি নয়, চিনিকে কেন্দ্র করে অন্যান্য পণ্য উৎপাদনের দিকেও ভাবছে সরকার।”

তিনি আরও বলেন, “ভর্তুকির ওপর নির্ভর করে চিনিকল চালানো সম্ভব নয়। দেশি উদ্যোক্তাদের সম্পৃক্ত করতেই আমরা বেশি আগ্রহী। তারা এগিয়ে এলে পরিস্থিতির আরও উন্নতি হবে। আশা করছি আমাদের সময়ে কিংবা আগামী সরকারের সময়ে ইতিবাচক পরিবর্তন আসবে।”

নাটোর উত্তরা গণভবনের উন্নয়ন কাজ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন