২০১৫ সালে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার পথচলা শুরু করেন তৌহিদ আফ্রিদি। মাত্র এক বছরের মধ্যে পরিচিতি বেড়ে যায় এবং দুই বছরের মধ্যে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছে যায় ১০ লাখে। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ৬৩ লাখেরও বেশি। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিতর্কেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। গত ২৪ আগস্ট বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে সিআইডি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। সোমবার তাকে আদালতে তোলা হলে আবারও আলোচনার জন্ম দেয়।
তৌহিদ আফ্রিদির ১০ বছরের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত ঘটনাগুলো হলো:
১. চিত্রনায়িকা দীঘির সঙ্গে প্রেমের গুঞ্জন; দীঘি বারবার বলেছেন তারা শুধুমাত্র বন্ধু।
২. ভারতের নায়ক দেবকে ‘মামা’ বলে সম্বোধন করা ভিডিও কোটি ভিউ পায়।
৩. শ্যালিকা-বিয়ে নিয়ে বিভ্রাটের কারণে তার স্ত্রী রাইসা বুলিংয়ের শিকার হন।
৪. কোটা আন্দোলনের সময় নীরব থাকা ও ডিবির সাবেক প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা।
৫. মাত্র দুই বছরে ১০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড।
৬. ২০১৭ সালের সিলেটের বন্যায় ত্রাণ বিতরণের ভিডিওতে সমালোচনার মুখে পড়েন।
৭. জনপ্রিয় মন্ত্রী ও এমপির সাক্ষাৎকার নিয়ে বিতর্ক।
৮. বিদেশ ভ্রমণ ও বিলাসী জীবনধারা নিয়ে প্রশ্ন।
৯. প্রাঙ্ক ভিডিওতে কিছু মানুষ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়া।
১০. ২০২৫ সালের আগস্টে সিআইডির হাতে গ্রেপ্তার।
তৌহিদ আফ্রিদি শুধুমাত্র কনটেন্টের জন্য নয়, ব্যক্তিগত জীবন ও বিতর্কের কারণে তরুণ সমাজে আলোচনার শীর্ষে রয়েছেন।