ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের আর্থিক সুবিধা দিতে কলরেটে বেআইনি পরিবর্তন এনে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার ১০৭ কোটি টাকা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ ডিসেম্বর) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ এই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
মামলার আসামিরা হলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের এবং কর্মকর্তা মো. আমিনুল হাসান।
এজাহারে বলা হয়, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বিটিআরসি সরকারের অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক কল রেট ০.০৩ ডলার থেকে ০.০১৫ ডলারে নামিয়ে আনে। পাশাপাশি সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয় এবং আইজিডব্লিউ অপারেটরদের অংশ ১৩.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয় যা সম্পূর্ণ বেআইনি।
এই অনিয়মে রেভিনিউ শেয়ার কমানোর ফলে ক্ষতি হয় ৩৮৩ কোটি ৭৩ লাখ টাকা, কম রেটে কল আনায় ক্ষতি ২ হাজার ৯৪১ কোটি ৯৯ লাখ টাকা এবং বৈদেশিক মুদ্রা না আনায় ক্ষতি হয় আরও ৫ হাজার ৬৮৫ কোটি টাকা। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ টাকা। ঘটনার প্রেক্ষিতে দণ্ডবিধি ৪০৯/৪১৮, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।