বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি—বিজিএমইএর আসন্ন নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে দীর্ঘদিনের দুই পুরোনো জোট ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। তবে এবারের নির্বাচনে নতুন একটি জোট ‘ঐক্য পরিষদ’ অংশ নিচ্ছে এবং ৬টি পদে প্রার্থী দিয়েছে তারা।
সম্মিলিত পরিষদ দীর্ঘদিন ধরে বিজিএমইএর নেতৃত্ব দিয়ে আসছে, তবে এবার ফোরাম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। আলোচনার মাধ্যমে সমঝোতা না হওয়ায় এবারের নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মে, ঢাকায় ও চট্টগ্রামে একযোগে। মোট ভোটার সংখ্যা ১,৮৬৫ জন।
ফোরাম প্যানেলের নেতৃত্বে রয়েছেন মাহমুদ হাসান খান এবং সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন মো. আবুল কালাম।
এদিকে, নতুন জোট ঐক্য পরিষদের পক্ষে খালেদ মো. ফয়সাল ইকবাল জানান, তারা স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।