এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর বহুদিন ধরে রয়েছেন অভিনয়ের জগৎ থেকে দূরে। একইসঙ্গে ব্যক্তিজীবনেও নিজেকে রেখেছেন নিভৃত ও একান্তে। সম্প্রতি সাবেক স্বামী ও ব্যবসায়ী সঞ্জয় কাপুরের হৃদরোগে মৃত্যুর পর আবারও আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন ও বিশেষ করে প্রশ্ন—কারিশমা কেন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেননি?
কারিশমা ও সঞ্জয়ের বিয়ে হয় ২০০৩ সালে, তবে কয়েক বছরের মধ্যেই সম্পর্কের ইতি ঘটে। তাদের দাম্পত্যে রয়েছে দুই সন্তান। বিচ্ছেদের পর কারিশমা কাপুর সন্তানদের বড় করা ও নিজ পেশাগত দায়িত্বেই সময় কাটিয়েছেন। এর মাঝে আর কোনো বিয়ের চেষ্টা বা প্রকাশ্য সম্পর্কের খোঁজ পাওয়া যায়নি।
তবে সঞ্জয়ের আগেও কারিশমার জীবনে এসেছিলেন অভিষেক বচ্চন। ২০০২ সালে অভিষেকের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল কারিশমার, কিন্তু বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০০৩ সালে বিয়ে করেন সঞ্জয় কাপুরকে।
অভিষেক বা সঞ্জয় ছাড়া আর কোনো পুরুষের সঙ্গে তার নাম জড়ায়নি, এমনকি কোনো প্রেমের গুঞ্জনও শোনা যায়নি। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই নিঃশব্দ থেকেছেন কারিশমা।
২০২২ সালে ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী তাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি দ্বিতীয়বার বিয়ে করতে চান?’ উত্তরে কারিশমা একটি কানে শুনছি না এমন ইমোজি দিয়ে লিখেন, ‘সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে।’ অনেকেই ধরে নেন, কারিশমা হয়তো সিদ্ধান্তহীনতায় রয়েছেন।
সঞ্জয় কাপুরের মৃত্যু হয় ১২ জুন, লন্ডনে। তার শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ জুন দিল্লিতে। কারিশমা সেখানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে সাবেক স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে কারিশমার সম্পর্ক, তার নিঃসঙ্গতা ও ভবিষ্যৎ বিয়ে নিয়ে নানা প্রশ্ন।