Ridge Bangla

বিচ্ছেদের পথে গায়িকা মোনালি ঠাকুর

ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। গায়িকা ভালোবেসে বিয়ে করেছিলেন বিদেশি প্রেমিক মাইক রিচটকে, যিনি সুইজারল্যান্ডের একজন রেস্তোরাঁ মালিক। করোনা মহামারীর সময় মোনালি জানান, তিন বছর আগে তিনি বিয়ে সেরে ফেলেছেন। শুরুতে সব ঠিক থাকলেও বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক জটিল হয়ে উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোনালি ও মাইক আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লং-ডিস্টেন্স সম্পর্ক এবং দূরত্ব তাদের দাম্পত্যকে দুর্বল করেছে। ইতোমধ্যেই মোনালি ইনস্টাগ্রামে তার স্বামীকে আনফলো করেছেন এবং দুজনের মধ্যে কথাবার্তাও নেই। খুব শিগগিরই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

গত বছর মোনালির মায়ের মৃত্যুর সময়ই তাদের দাম্পত্যে ফাটল স্পষ্ট হয়ে ওঠে। তখন মোনালি তার স্বামীর সঙ্গে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন। দম্পতি সম্পর্কের এই পরিবর্তনগুলো তাদের ঘনিষ্ঠ সূত্রও স্বীকার করেছেন। সূত্রের মতে, কয়েক বছরে তাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, আর বর্তমানে কেউই তাদের সম্পর্কে কোনো মন্তব্য করছে না।

মোনালি ও মাইক তাদের বিয়ে তিন বছর ধরে গোপন রেখেছিলেন। ২০২০ সালে প্রথমবার গায়িকা বিয়ের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, একটি ট্রিপে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই প্রেম পরিণয়ে পৌঁছে। এরপরই তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু এখন তাদের দাম্পত্য সম্পর্ক চরম সংকটের মুখে দাঁড়িয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন