Ridge Bangla

বিচ্ছেদের গুঞ্জনে শার্লি মোদক ও অভিষেক বসু, চিন্তায় ভক্তরা

টলিউডের জনপ্রিয় ছোটপর্দার জুটি শার্লি মোদক ও অভিষেক বসু, যারা প্রেম, এনগেজমেন্ট ও বিয়ের খবর দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছিলেন, এখন বিচ্ছেদের গুঞ্জনে ভাসছেন। ২০২৫ সালের ২৯ এপ্রিল তারা ঘরোয়া পরিসরে বিয়ে করেন। বিয়ের পর হানিমুন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া একের পর এক রোমান্টিক ছবি তাদের সুখী দাম্পত্যের বার্তাই দিচ্ছিল। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই সম্পর্কেই দেখা দিয়েছে ভাঙনের ছায়া।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া রহস্যময় বার্তা ঘিরে গুঞ্জনের শুরু। শার্লি তার স্টোরিতে লেখেন, “কিছুই চিরস্থায়ী নয়”, আর অভিষেক পোস্টে লেখেন, “কিছু জিনিস মন ভেঙে দেয়, কিন্তু দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে।” এমন সংবেদনশীল বার্তা দেখে অনেকেই ধরে নিচ্ছেন—তাদের সম্পর্কে টানাপোড়েন চলছে।

তবে এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। অভিষেকের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো বিয়ের ছবিগুলো দেখা যাচ্ছে, আর শার্লির প্রোফাইলেও অভিষেকের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি রয়ে গেছে।

বিয়ের পর দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। অভিষেক অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-তে, আর শার্লি রয়েছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। পেশাগত ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবনের এমন ইঙ্গিত ভক্তদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।

তাদের সম্পর্কে টানাপোড়েন সত্যি কিনা, নাকি সবটাই কেবল ভক্তদের জল্পনা—সেই প্রশ্নেই এখন তাকিয়ে আছে সবাই। তবে অধিকাংশ অনুরাগীর একটাই আশা—মিটে যাক সব ভুল বোঝাবুঝি, আবারও আগের মতো একসঙ্গে হাসতে-খেলতে দেখা যাক প্রিয় তারকা জুটিকে।

আরো পড়ুন