বলিউডে দীর্ঘদিন ধরেই চলছে গুঞ্জন—ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে নাকি টানাপোড়েন চলছে। একাধিকবার বিচ্ছেদের খবর শোনা গেলেও তা কখনও সত্য হয়নি। সম্প্রতি আবারও একই রকম খবর ছড়িয়ে পড়ে। তবে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়া তাদের সাম্প্রতিক উপস্থিতি সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছে।
রবিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন অভিষেক-ঐশ্বরিয়া। ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে মা-মেয়ে এবং ব্রাউন জ্যাকেটে অভিষেকের মুখে প্রাণখোলা হাসি। অভিষেক গাড়ির দরজা খুলে স্ত্রী ও মেয়ের প্রতি ভদ্রতা দেখাচ্ছেন। তিনজন একসঙ্গে হেঁটে বিমানবন্দর ত্যাগ করেন। এছাড়া ভক্তদের সঙ্গে সৌজন্যমূলক মুহূর্তও ধরা পড়ে ভিডিওতে। একটিতে ঐশ্বরিয়া সানগ্লাস পরে চুল ঠিক করছেন, অন্যটিতে অভিষেকের কাঁধে হেলিয়ে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন।
সম্প্রতি নিজের অভিনয়জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, “ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যত ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটাকে বিকৃত করে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।”
ভক্তদের মতে, বিমানবন্দরে অভিষেক-ঐশ্বরিয়ার এই হাসিখুশি উপস্থিতিই সব গুঞ্জন দূর করে দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য না করেও, তাদের একসাথে থাকা ও উদার আচরণ প্রমাণ করেছে যে সম্পর্ক এখনও দৃঢ় ও মজবুত। এই ভিডিও ও ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ভক্তদের আনন্দ দিয়েছে এবং আশ্বাস জুগিয়েছে যে, তাদের দাম্পত্য অটুট রয়েছে।