যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বিরল জনবিক্ষোভের মুখে পিছু হটলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুর্নীতি দমন সংস্থাগুলোর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসে বৃহস্পতিবার (২৪ জুলাই) এক খসড়া আইন অনুমোদনের মাধ্যমে সংস্থাগুলোর স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তিনি।
গত সপ্তাহে ইউক্রেন সরকার রাজনৈতিকভাবে নিযুক্ত অ্যাটর্নি জেনারেলের অধীনে দুর্নীতি দমন সংস্থাগুলোকে আনার উদ্যোগ নেয়। এতে কিয়েভসহ বিভিন্ন শহরে তরুণ-তরুণীদের অংশগ্রহণে বিক্ষোভ শুরু হয়। সরকারবিরোধী এই আন্দোলনে দাবি ওঠে স্বাধীন দুর্নীতি দমন কাঠামো বহাল রাখার। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বচ্ছতা বজায় রাখতেই হবে।
বিক্ষোভের চাপে পড়ে প্রেসিডেন্ট জেলেনস্কি পূর্বের সিদ্ধান্ত বাতিল করে নতুন আইন প্রস্তাব অনুমোদন করেন, যা দুর্নীতি দমন সংস্থার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “এটা গুরুত্বপূর্ণ যে আমরা ঐক্য বজায় রাখছি। এটা গুরুত্বপূর্ণ যে আমরা স্বাধীনতা রক্ষা করছি। এটা গুরুত্বপূর্ণ যে আমরা সমস্ত ইউক্রেনীয়দের অবস্থানকে সম্মান করি।”
ইউক্রেনের এই পদক্ষেপকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে দেশটির গণতন্ত্র, জবাবদিহিতা ও নাগরিক অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে।