বিদেশে উচ্চশিক্ষার মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানান, প্রাথমিক অনুসন্ধানে খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে আরশ ইবনে বাশারকে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র গঠন করেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া প্রতিনিধিত্ব, ভিসা প্রসেসিং এবং চটকদার বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে শত শত শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়।
তদন্তে উঠে এসেছে, অনেক শিক্ষার্থীর নামেই কোনো আবেদন পাঠানো হয়নি; আবার কেউ বিদেশে গিয়ে গুরুতর সমস্যায় পড়েছেন। সিআইডির অনুসন্ধানে এখন পর্যন্ত ৪৪৮ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। অনেকেই গুলশানসহ দেশের বিভিন্ন থানায় মামলা করেছেন।
সিআইডির ভাষ্য, প্রতারিতদের কাছ থেকে নেওয়া অর্থ খায়রুল বাশার বিভিন্ন ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে তা দিয়ে সম্পত্তি ক্রয়, ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে অর্থ রূপান্তর করেছেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।