Ridge Bangla

বিএসআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর ২০২৫ সালের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

সভায় গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব ও কমিটির কার্যক্রম উপস্থাপন করা হয়।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও বিএসআরএফের প্রধান নির্বাচন কমিশনার হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এছাড়া বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন এবং মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি শ্যামল সরকার, তপন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক এহসানুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক আজমল হক হেলাল, কোষাধ্যক্ষ আহমেদ দীপু, প্রতিষ্ঠাতা সদস্য শাখাওয়াত হোসনে বাদশা এবং আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি এম এ জলিল মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন কুমার দাস এবং কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, আসাদ আল মাহমুদ, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, ইব্রাহীম মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু ও আয়নাল হোসেন।

বক্তারা বলেন, বিএসআরএফ ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রম বিস্তৃত করা, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

সভা শেষে সংগঠনের আর্থিক ও কার্যক্রম প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।

আলোচনাপূর্ণ এই সাধারণ সভা বিএসআরএফকে আরও ঐক্যবদ্ধ ও অগ্রসর হওয়ার প্রত্যয় জাগিয়ে তোলে।

ট্যাগসঃ

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন