Ridge Bangla

বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারের দল: নজরুল ইসলাম খান

বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং বিএনপি নিজেই একটি সংস্কারমুখী দল—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সালাহউদ্দিন আহমদ।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

নজরুল ইসলাম খান বলেন, “কেউ কেউ নানা মন্তব্য করছেন, কিন্তু তারা যখন সংস্কারের প্রথম অক্ষরটিও উচ্চারণ করেননি, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ৩০’ দিয়েছেন। এর আগেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা উপস্থাপন করেছি। তখনই বলেছিলাম, এর চেয়ে ভালো কোনো প্রস্তাব এলে আমরা সাদরে গ্রহণ করব।”

তিনি আরও বলেন, “আমরা যে ৩১ দফা দিয়েছি, সেটি শুধু কর্মসূচি নয়—এটি আমাদের প্রতিশ্রুতি। বিএনপির চেয়ে বেশি সংস্কারমূলক পদক্ষেপ আর কোনো দল নিয়েছে কি না, সেটি প্রশ্ন। রাজনৈতিকভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতি চালু, দুর্নীতি দমন কমিশন গঠন—সবই বিএনপির সময়েই হয়েছে।”

নজরুল ইসলাম খান আরও বলেন, “বর্তমানে সরকারের রাজস্ব আয়ের অন্যতম খাত ভ্যাট, সেটি বিএনপির সময়ে চালু হয়েছে। গার্মেন্টস শিল্প, কৃষি উন্নয়ন, প্রবাসী কর্মসংস্থান, পল্লী বিদ্যুতায়ন, সমবায় ও কুটির শিল্প—সবক্ষেত্রে বিএনপিই যুগান্তকারী সংস্কার করেছে। তাই বলা যায়, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে ছিল না—বরং বিএনপি একটি সংস্কার-ভিত্তিক রাজনৈতিক দল।”

আরো পড়ুন