Ridge Bangla

বিএনপি থেকে সংস্কারবিরোধী কোনো বক্তব্য দেওয়া হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির পক্ষ থেকে সংস্কারবিরোধী কোনো বক্তব্য দেওয়া হয়নি। শুক্রবার (১১ জুলাই) সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “আপনারা যে সংস্কারের কথা বলছেন, আমাদের ৩১ দফার মধ্যে অনেক বিষয়ই প্রতিফলিত হয়েছে। জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে। তবে এটিকে মূলনীতির অংশ করতেই হবে এমন নয়। যুগে যুগে সংস্কার হবে।”

তিনি বলেন, “আমরা বৃহত্তর আদর্শের লড়াই করছি—মানবিকতা, সাম্য ও ন্যায়বিচারের জন্য। যেখানে জনগণ তাদের মালিকানা ফিরে পাবে। জনগণের সরকার থাকলে জবাবদিহিতা থাকে, যা এখন নেই।”

রিজভী আরও বলেন, “আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারও জনসমর্থিত। সব রাজনৈতিক দল, আওয়ামী লীগ ও তাদের দোসর বাদে, এ সরকারকে সমর্থন করছে।”

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, “ড. ইউনূসকে আমরা সমর্থন করে যাচ্ছি। কিন্তু দেশে গার্মেন্টস বন্ধ হচ্ছে, কর্মহীন মানুষ বাড়ছে। মানুষ যদি খাবার না পায়, দুর্ভিক্ষের আলামত দেখা দেবে। তখন কেউ রেহাই পাবে না, আর হাততালি দেবে ওই ফ্যাসিস্টদের।”

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “হাজার কোটি টাকা বিদেশে পাচার করা দোসরদের বিচার করুন। শ্রমিকদের কলকারখানা যেন বন্ধ না হয়, সেদিকে নজর দিন। অর্থনৈতিক শৃঙ্খলা ঠিক করতে হবে, তবে কর্মসংস্থানও বাড়াতে হবে। নাহলে জনগণ কাউকে ছেড়ে দেবে না।”

আরো পড়ুন