Ridge Bangla

বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে। তিনি বলেন, “একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে, আমরা তাকেই স্যালুট জানাব। বিএনপি গণতন্ত্রের জন্য রাজনীতি করে, ক্ষমতার লোভে নয়।”

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে পলাশ থানা বিএনপি।

ড. মঈন খান বলেন, “বাংলাদেশের মানুষের রক্তে স্বাধীনতা, গণতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মিশে আছে। আসুন, আমরা আবারও গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হই, যেন দেশের মানুষকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। তবে তাদের মনে রাখতে হবে, তাদের মূল দায়িত্ব হলো অতি দ্রুত জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং সেই নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ হবে আঠারো কোটি মানুষের প্রকৃত প্রতিনিধি।”

সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা বিএনপির সভাপতি মো. আবদুল সাত্তার। আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন মিল্টন, নরসিংদীর প্রথম জুলাই শহীদ তাহমিদ ভুইয়ার পিতা রফিকুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

পরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত তিন শহীদ ও আহত আটজনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আরো পড়ুন