ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্য বদলে যাবে। তিনি উল্লেখ করেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন সূচক ততবার বৃদ্ধি পেয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ হাটবাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন। এছাড়া তিনি লিফলেট বিতরণ করেন।
ড. ফরিদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছর জোর করে ক্ষমতা ধরে রেখেছিল দেশের অর্থপত্র বিদেশে পাচার করেছে এবং রিজার্ভ শূন্য করে দিয়েছে। তিনি বলেন, দেশের উন্নয়নের একমাত্র পথ হলো ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা। বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান বৃদ্ধি, বেকার সমস্যা সমাধান এবং প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম ও সহসভাপতি, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, যুব ফ্রন্ট ও মহিলা নেতৃবৃন্দ। এর আগে সকাল ১১টায় ড. ফরিদুজ্জামান লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি জরুরি বিভাগসহ অন্যান্য স্থানে তিনটি আইপিএস প্রদান করেন, যাতে বিদ্যুৎ চলে গেলেও রোগীরা চিকিৎসা সেবা পেতে পারেন। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও স্থানীয় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন।