বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাষ্ট্রের ভেতর এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
রিজভীর দাবি, “জনগণের মধ্যে বিএনপির প্রতি যে সমর্থন আছে, তা নষ্ট করতেই বিদেশি শক্তি ও রাষ্ট্রের ভেতরের কিছু গোষ্ঠী মিলে ষড়যন্ত্র করছে। এমনকি কয়েকটি ইসলামিক দলও এই ষড়যন্ত্রে জড়িত।”
তিনি বলেন, “তারেক রহমান কখনো কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। তিনি দলের ভেতরে শৃঙ্খলা রক্ষায় ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।”
মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে রিজভী বলেন, “দু–একটি ইসলামিক দল মিথ্যা প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের অনেকের নাম মামলায় নেই। কেন ভিডিও ভাইরাল হলো দুই দিন পরে? এর পেছনে নিশ্চয়ই কোনো শক্তির হাত রয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপি ও তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। এ সময় দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, “বিএনপি একটি বড় পরিবার। কেউ কেউ দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছে। কিন্তু তারেক রহমান এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছেন।”
ষড়যন্ত্র মোকাবিলায় দলের ঐক্য ও সতর্কতার আহ্বান জানান রিজভী।